Full form of NGO = Non-Governmental Organization
What is NGO?
NGO is a private non-profit organization. NGO's can be created by a common people or people. It works for the welfare of the society, such as the upliftment, education of children, development of women, development of human health etc. In a word, the NGO is a organization that does not work for profit. The purpose of NGO is to develop the society.
How many types of NGO?
NGO is the main five types, namely ...
- By making the team, NGO
- Government grant / own grants
- Foreign luxury, NGO
- CSR(Corporate Social Responsibility)
- Product selling,NGO
By making the team, NGO:
Some individuals work together. These people collect donations from others and deals with their own capabilities.
Government grant / own grants:
There are some NGO's that serve the community based on government funding. And there are some NGO's where a certain person makes a grant.
Foreign luxury, NGO:
Some NGOs are started based on foreign grants. These NGOs get donations from abroad, and they work on social donations.
CSR(Corporate Social Responsibility):
The big companies in India and other countries provide some percent of their profit money to the development of society. Some NGOs work with money from these companies work.
Product selling,NGO:
There are some NGOs who sell some of their own products and the money that they earn from the sale helps to promote the society. Creating such an NGO is not an easy task. However, this NGO does not break down easily.
The names of some popular NGO's are -
Help Age India, Sammaan Foundation, Smile Foundation, Akshya Trust, Uddan Welfare Foundation, Uday Foundation, Lepra Society, Pritham, Sargam Sanstha, Karmayog, ets.
'NGO' DETAILS IN BENGALI
Full form of NGO - Non-Governmental Organization
NGO কি ?
NGO হল একটি বেসরকারি অলাভজনক সংস্থা। NGO একটি সাধারণ মানুষ অথবা জনগণ মিলে তৈরি করতে পারে। সমাজের কল্যাণ মূলক কাজ, যেমন -পরিবেশউন্নয়ন, শিশুদের শিক্ষা, মহিলাদের উন্নয়ন, মানুষের স্বাস্থ্য উন্নয়ন ইত্যাদি কাজগুলো করে থাকে। এক কথায় NGO হল এমন একটি সংস্থা যারা লাভের জন্য কাজ করে না। NGO র উদ্দেশ্য থাকে সামাজের উন্নয়ন করা।
NGO কয় প্রকার:
NGO প্রধান পাঁচ প্রকারের,যথা...
- দল তৈরি করে, NGO
- সরকারের অনুদানে / নিজের অনুদানে, NGO
- বিদেশি অনুদানে, NGO
- CSR(Corporate Social Responsibility)
- পণ্য বিক্রয়, NGO
দল তৈরি করে, NGO:
কয়েকজন ব্যক্তি একজোট হয়ে কাজ করে। এই ব্যক্তিরা অন্যের কাছ থেকে অনুদান সংগ্রহ করে এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী অনুদান দিয়ে সমাজের উন্নয়নের কাজ করে।
সরকারের অনুদানে / নিজের অনুদানে, NGO:
কিছু NGO আছে যারা সরকারের অনুদান এর উপর ভিত্তি করে সমাজ সেবা করে। এবং কিছু NGO আছে যেখানে কোন একজন নির্দিষ্ট ব্যক্তি অনুদান দিয়ে থাকে।
বিদেশি অনুদানে, NGO:
কিছু NGO শুরু করা হয় বিদেশি অনুদান এর উপর ভিত্তি করে। বিদেশ থেকে এইসব NGO রা অনুদান পায়, সেই অনুদানের টাকা নিয়ে সামাজিক কাজ করে।
CSR(Corporate Social Responsibility):
ভারত এবং অন্যান্য দেশে যেসব বড় কোম্পানি আছে তারা তাদের লাভের কিছু শতাংশ টাকা সমাজের উন্নয়নের কাজে দেয়। এই সব কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে কিছু NGO সমাজ সেবামূলক কাজ করে।
পণ্য বিক্রয়, NGO
কিছু NGO আছে যারা নিজেদের কিছু products বিক্রি করে এবং বিক্রি করে যে টাকা লাভ করে সেই টাকা সমাজের উন্নয়নের কাজে দেয়। এই ধরনের NGO তৈরি করা খুব সহজ বিষয় নয়। তবে, এই NGO সহজে ভেঙে যায় না।
কিছু Poputar NGO র নাম হল-
Help Age India, Sammaan Foundation, Smile Foundation, Akshya Trust, Uddan Welfare Foundation, Uday Foundation, Lepra Society, Pritham, Sargam Sanstha, Karmayog, ets.
NGO Full form |
0 Comments
Please don't enter any spam link in the comment box.
Thank you for your good comment.