What is the full form of computer?
Each word of a computer has a different meaning. Let's find out the computer's full form ...
COMPUTER-
- C - Commonly / সাধারণভাবে
- O - Operating / কার্য সম্পাদন করা
- M - Machine / যন্ত্র
- P - Particularly / বিশেষ ভাবে
- U - Used for / ব্যবহারের জন্য
- T - Technical / প্রযুক্তি
- E - Educational / শিক্ষা মূলক
- R - Research / গবেষণা
That is, a computer is a device that performs a task very easily by following a specific instruction, through technology and research.
The computer operates based on two main systems. Like ...- Hardware and
- Software
Hardware :
The parts of the computer that are visible from outside are all part of the hardware. Such as monitor, CPU, Keyboard, Mouse, motherboard etc
What is the work of hardware?
We comment on the computer, make data entry, and see all the output that we see in the hardware. There are many other functions of computer hardware.
What is software?
A computer has to put some programs into the computer to make it work, and the computer works according to the program's instructions. This means that the program is software that ensures how the computer's hardware works.
How many types of computer?
Based on the structure and circulation of the computer, the computer is divided into three main categories. Namely ..
- Analog computer
- Digital computer and
- Hybrid computer
কম্পিউটার এর full form কি?
কম্পিউটার শব্দটির প্রতিটি বর্ণের আলাদা আলাদা মানে আছে। আসুন কম্পিউটার এর ফুল ফর্ম জেনে নিই...
COMPUTER-
- C - Commonly / সাধারণভাবে
- O - Operating / কার্য সম্পাদন করা
- M - Machine / যন্ত্র
- P - Particularly / বিশেষ ভাবে
- U - Used for / ব্যবহারের জন্য
- T - Technical / প্রযুক্তি
- E - Educational / শিক্ষা মূলক
- R - Research / গবেষণা
অর্থ্যাৎ, কম্পিউটার হল এমন একটি যন্ত্র, যা কোনো নির্দিষ্ট নির্দেশ কে অনুসরণ করে প্রযুক্তি ও গবেষণার দ্বারা কোনো কার্যকে খুব সহজে সম্পাদন করে।
কম্পিউটার সিস্টেম কি?
কম্পিউটার প্রধান দুটি সিস্টেমের ওপর ভিত্তি করে কাজ করে। যথা..
- হার্ডওয়ার এবং
- সফটওয়্যার
Hardware :
কম্পিউটারের যেসব part বাইরে থেকে দেখা যায় সেগুলো সবই হার্ডওয়ারের অংশ। যেমন মনিটর, CPU, Keyboard, Mouse, motherboard ইত্যাদি।
হার্ডওয়ার এর কাজ কি?
কম্পিউটারকে আমরা কমেন্ট দিই, ডাটা এন্ট্রি করি, এছাড়া যে আউটপুট দেখতে পাই এগুলি সবই হার্ডওয়ারে দেখতে পাই। এছাড়া কম্পিউটার হার্ডওয়ার এর আরো অনেক কাজ আছে।
Software কি?
কোন কম্পিউটারকে কাজ করানোর জন্য কম্পিউটারের মধ্যে কিছু programs দিতে হয়, এবং সেই প্রোগ্রামের নির্দেশ অনুসারে কম্পিউটার কাজ করে। অর্থাৎ এই প্রোগ্রাম হল সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়ার গুলিকে কিভাবে কাজ করবে তা সুনিশ্চিত করে।
কম্পিউটার কয় প্রকারের?
কম্পিউটারের গঠন ও প্রচলনের ওপর ভিত্তি করে কম্পিউটারকে প্রধান তিন ভাগে ভাগ করা হয়। যথা..
- এনালগ কম্পিউটার
- ডিজিটাল কম্পিউটার এবং
- হাইব্রিড কম্পিউটার
0 Comments
Please don't enter any spam link in the comment box.
Thank you for your good comment.