Full form of RNA - Ribonucleic Acid
What is RNA?:
If a DNA is cut from the middle long enough to look exactly the same, then it has to look at the RNA. RNA plays an important role in the genes of organisms, just like DNA.
Structure of RNA:
The human body is made of numerous small cells. These cells include chromosomes, chromosomes are in nucleus, and outside the nuclear, cyroplasm, and cytoplasm are among the RNA.
The element of RNA:
RNA is usually formed by nitrogenous base, phosphate and carbon sugar.
Functions of RNA :
The human body brings the DNA dynasty from a generation to the next generation. The DNA tribe that carries the character of the DNA, is stored in the form of coding.
The function of the RNA is to transform these coding information brought by DNA into reality. For example, suppose your father brings some vegetables from the market for cooking, but who is actually cooking this vegetable and giving it to you? Your mother Here the father (DNA), that is, the father's work only, and the mother (RNA), that is, the mother's job is to give the characteristic character of this object.
Types of RNA:
RNA is three types, namely ...
1. MRNA-Messenger Ribonucleic Acid
2.TRNA-Transfer Ribonucleic Acid
RNA এর Full form হল - রাইবোনিউক্লিক অ্যাসিড
RNA কি? :
একটি DNA কে লম্বাভাবে মাঝখান থেকে কেটে দিলে যেমন দেখতে হবে ঠিক, তেমনি দেখতে হয় আর এন এ। জীবের বংশগতিতে DNA এর মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এন এ।
RNAএর গঠন :
মানব দেহ অসংখ্য ছোট ছোট কোষ দ্বারা গঠিত। এই কোষ গলির মধ্যে থাকে ক্রোমোজোম, ক্রোমোজোম গুলির মধ্যে থাকে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়ার বাইরে থাকে সাইটোপ্লাজম, এর মধ্যে থাকে আর এন এ।
RNA এর উপাদান:
আর এন এ সাধারণত নাইট্রোজেনাস বেস, ফসফেট এবং কার্বন সুগার দ্বারা গঠিত হয়।
RNAএর কাজ :
মানবদেহের ডিএনএ বংশের ধারাকে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে নিয়ে আসে। ডিএনএ বংশের যে চারিত্রিক ধারাকে বহন করে সেগুলি ডিএনএর কাছে কোডিং আকারে সঞ্চিত হয়ে থাকে।
DNA এর দ্বারা আনা এই কোডিং তথ্যগুলিকে বাস্তবে রূপান্তরিত করাই হল RNAএর কাজ। যেমন- মনে করো তোমার বাবা রান্নার জন্য বাজার থেকে কিছু সবজি এনেছে কিন্তু বাস্তবে এই সবজি রান্না করে তোমাদেরকে দিচ্ছে কে? তোমার মা । এখানে বাবা(DNA), অর্থাৎ বাবার কাজ শুধুমাত্র বহন করা এবং মা(RNA), অর্থাৎ মায়ের কাজ এই বস্তুটির চারিত্রিক গুণ প্রদান করা।
RNAএর প্রকারভেদ:
আরএনএ তিন ধরনের হয়, যথা...
1. MRNA-Messenger Ribonucleic Acid
2.TRNA-Transfer Ribonucleic Acid
3.RRNA- Ribosomal Ribonucleic Acid
0 Comments
Please don't enter any spam link in the comment box.
Thank you for your good comment.