Full form of DNA ,with full details / what is DNA structure

Full form of DNA - Deoxyribo Nucleic acid 


What is DNA?: 

DNA is a molecule by which the characteristic of a organism is passed from one generation to the next.  That is, any animal dies, but its DNA never dies.
                                                         
Full form of DNA ,with full details / what is DNA structure
Full form of  DNA

Structure of DNA: 

The human body is made up of numerous small cells, these cells contain the nucleus, the nucleus contains chromosomes, and these chromosomes contain DNA.
 DNA looks a lot like a staircase.  The DNA contains all the human body information.  For example, what will be the shape of a human being, the color of human eyes, hair color and skin color, as well as the structure of the skeleton of the human body, Etc.
If all the DNA of the human body is joined together in length, its length will be twice that of Pluto from Earth. 
                                                                          

Material of DNA: 

The DNA, Deoxyribase Suger, Phosphate and Nitrogenous Base etc. made up of components.

What is DNA test? And why is it?ঃ 

  • When DNA from a particular cell's chromosome is tested and researched in a lab, it can be called a single DNA test.
  • Through DNA tests, it is possible to tell what kind of eye and hair color a person's next generation will have, as well as whether the child may suffer from the disease.  In addition, DNA tests are done to detect any criminal, such as hair, blood clot, etc., and DNA tests are done to determine who is the real father of a child.
                                                                   
Full form of DNA ,with full details / what is DNA structure
Full form of dna


Cost of DNA Test? 

DNA testing in any lab takes a minimum of 10 to 15 days and the laboratory has to pay around 10 to 40 thousand rupees to cover the cost.


DNA এর Full Form  হল- ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড 

DNA কী?:

ডিএনএ হল এমন এক অণু, যার দ্বারা জীবদেহের চারিত্রিক বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে নিয়ে যায়। অর্থাৎ যে কোন প্রাণী মারা যায়, কিন্তু তার ডিএনএ কখনো মারা যায় না।

DNA এর গঠনঃ 

মানব দেহ অসংখ্য ছোট ছোট কোষ দ্বারা গঠিত, এই কোষ গুলির মধ্যে থাকে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে থাকে  ক্রোমোজোম, এবং এই ক্রোমোজোম এর মধ্যে থাকে ডিএনএ।
ডিএনএ দেখতে অনেকটা একটা ঘুরানো সিঁড়ির মত হয়। এই ডিএনএতে মানবদেহের যাবতীয় তথ্য সঞ্চয় করা থাকে। যেমন -মানুষের আকৃতি কেমন হবে, মানুষের চোখের রং, চুলের রং এবং ত্বকের রং কেমন হবে, এছাড়া মানবদেহের কংঙ্কাল এর গঠন কেমন হবে, প্রভৃতি।
মানব দেহের সমস্ত ডিএনএ গুলিকে যদি লম্বায় জোড়া যায়, তবে তার দৈর্ঘ্য হবে পৃথিবী থেকে প্লোটো যা দূরত্ব তার দ্বিগুণ।
                                                                                

DNA এর উপাদান: 

DNA, Deoxyribase Suger, Phosphate এবং Nitrogenous Base ইত্যাদি উপাদান গুলি দ্বারা গঠিত।

DNA Test কি? এবং কেন করা হয়?ঃ 

  • একটি নির্দিষ্ট কোষের ক্রোমোজোম থেকে ডিএনএ কে কোন একটি ল্যাবে পরীক্ষা ও গবেষণা করা হলে, তাকে এককথায় ডিএনএ টেস্ট বলা যায়।
  • ডিএনএ টেস্টের মাধ্যমে বলা সম্ভব হয়, কোন ব্যক্তির পরবর্তী প্রজন্মের সন্তানের চোখের ও চুলের রং কেমন হবে, এছাড়া ওই সন্তানটি কি কি রোগের দ্বারা ভুগতে পারে তাও আগাম বলা সম্ভব। তাছাড়া কোনো অপরাধীকে ধরার জন্য তদন্ত করে পাওয়া কোন চিহ্ন, যেমন- চুল, রক্তের ফোঁটা ইত্যাদি থেকে ডিএনএ টেস্ট করা হয়, এছাড়াও কোন সন্তানের প্রকৃত বাবা কে, তা নির্ধারণ করার জন্য ডিএনএ টেস্ট করা হয়।
                                                             

DNA Test এর  খরচ? ঃ 

যেকোনো ল্যাবে DNATest  করতে গেলে minimum 10 থেকে 15 দিন সময় লাগে এবং ওই ল্যাবরোটারি কে খরচা বাবদ প্রায় 10 থেকে 40 হাজার টাকা দিতে হয়।  
 Next Article...

Post a Comment

0 Comments