Full form of IMF - International Monetary Fund
What is IMF?
The IMF is the International Monetary Fund. This fund was formed on June 22, 1944. At the time of the formation of the IMF, only 29 countries had reached the IMF agreement. Although the IMF was formed in 1944, it became effective on December 27, 1945. This time too, 29 countries were members of the IMF. The IMF is headquartered in Washington, DC; Located in the city. But now as of April 12, 2016, the total number of members of the IMF is 189 countries. A Board of Governors has been formed to lead the IMF.The job of this Board of Governors is to represent the member countries.
![]() |
Full form of IMF |
The main language of the IMF:
The IMF has a total of 189 member countries. Although these countries have separate languages, the IMF has recognized three major languages. Namely ....
- English
- French and
- Spanish.
Managing Director of the IMF:
The current Managing Director of the IMF is Christine Lagarde
IMS's purpose:
1.Poverty alleviation:
The main objective of the IMF is to eradicate poverty from every country in the world.
2.World Economic Development:
One of the objectives of the IMF is to promote the financial development of every country in the world.
2.World Economic Development:
3.Development of International Trade:
Another important objective of the IMF is to help all countries to develop in international trade. As a result, economic equality will be maintained in the world.
Functions of the IMF:
The main functions of the IMF are as follows:
1.Providing loans to partially developing countries:
A country that is slowly developing. And if the country needs a loan, the IMF provides a loan so that the country can improve more quickly.
1.Providing loans to partially developing countries:
A country that is slowly developing. And if the country needs a loan, the IMF provides a loan so that the country can improve more quickly.
2.Providing loans to poor countries:
Since the IMF's goal is to end poverty, the IMF also provides loans to poor countries.
3.Advising member countries:
The IMF analyzes the economic growth of each country, and gives advice on what can be done to make that country's economic growth possible.
4. Discusses currency fluctuations:
The IMF also reviews which countries' currencies will appreciate and which will depreciate.
IMF কী?
IMF হল International Monetary Fund. এই Fund টি গঠিত হয়েছিল 1944 সালে 22 শে জুন। IMF গঠনকালে IMF এর চুক্তিতে মাত্র 29 টি দেশ উপনিত হয়েছিল। IMF 1944 সালে গঠিত হলেও এটি কার্যকারীতা শুরু করে 1945 সালের 27 ডিসেম্বরে। এই সময়ও IMF এর সদস্য ছিল 29 টি দেশ। IMF এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডিসি; শহরে অবস্থিত। তবে এখন 2016 সালের 12 এপ্রিল পর্যন্ত IMFএর মোট সদস্য সংখ্যা হল 189 টি দেশ। IMF এর নেতৃত্বের জন্য একটি বোর্ড অব গভর্নরস গঠন করা হয়েছে।এই বোর্ড অফ গবর্নর্স এর কাজ হল সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে প্রতিনিধিত্ব করা।
IMF এর প্রধান ভাষা:
IMF এর মোট সদস্য দেশ 189 টি। এইসব দেশের আলাদা ভাষা থাকলেও IMF প্রধান তিনটি ভাষাকে স্বীকৃতি দিয়েছে। যথা....
- ইংরেজি
- ফরাসি এবং
- স্পেনীয়।
IMF এর ব্যবস্থাপনা পরিচালক:
IMF এর বর্তমান Managing Director হলেন - Christine Lagarde
IMF এর উদ্দেশ্য:
1.দরিদ্রতা দূরীকরণ:
IMF এর মূল লক্ষ্য হ'ল বিশ্বের প্রতিটি দেশ থেকে দারিদ্র্য নির্মূল করা।
2.বিশ্ব অর্থনৈতিক উন্নয়ন:
IMF এর অন্যতম একটি উদ্দেশ্য হল বিশ্বের প্রতিটি দেশের আর্থিক উন্নয়ন করানো।
3.আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন:
IMF এর অন্য একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল- আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রতিটি দেশ যাতে উন্নয়ন করতে পারে তার জন্য সব দেশকে সাহায্য করা। এর ফলে বিশ্বে অর্থনৈতিক সমতা বজায় থাকবে।
IMF এর কার্যাবলীঃ
IMFএর প্রধান কাজ গুলি হল নিম্নরূপ:
1.আংশিক উন্নয়নশীল দেশকে লোন প্রদান:
এমন কোন দেশ, যে দেশ ধীরে ধীরে উন্নয়ন করছে। এবং ওই দেশের লোনের দরকার পড়লে IMF লোন দিয়ে থাকে যাতে ওই দেশ আরো তারাতারি উন্নতি করতে পারে।
2.দরিদ্র দেশকে লোন প্রদান:
IMF এর উদ্দেশ্য যেহেতু দরিদ্রতার অবসান ঘটানো, তাই IMF দরিদ্র দেশগুলিকেও লোন দিয়ে থাকে।
3.সদস্য দেশগুলোকে পরামর্শ দান করা:
IMF প্রতিটি দেশের Economic Growth analyse করে, এবং কি করলে ওই দেশের Economic Growth সম্ভব তার পরামর্শ দান করে।
4.মুদ্রার value হ্রাস-বৃদ্ধি নিয়ে আলোচনা করে :
কোন দেশের মুদ্রার মান বৃদ্ধি পাবে এবং কোন দেশের মুদ্রার মান হ্রাস পাবে এসব বিষয় নিয়েও IMF পর্যালোচনা করে।
Next Article...
Next Article...
0 Comments
Please don't enter any spam link in the comment box.
Thank you for your good comment.