NASA full form / Full form of NASA with Details

Full form of NASA -  National Aeronautics and Space Administration   

                                                                   
Full form of NASA,NASA full form,nasa full form in english/bengali,nasa full form with details
Full form of  NASA

What is NASA? 

NASA is an American space research organization.  NASA is headquartered in Washington, DC, USA.  NASA has a total of 10 laboratory centers across the United States.  NASA scientists conduct research in space, observation of various parts of the earth, evolution, solar system, etc.  However, while doing research on these issues, they have also discovered some of the essential things of human beings. They are as follows ...
  • Emergency Blanket 
  • Water Filter 
  • EKG Machine
  • Memory Foam
  • Spectacle Lenses etc. 

NASA's work is divided into four main parts. viz...

Aeronautics:

NASA is working on enhancing the technology of its advanced aircraft and the process of operating these aircraft.

Space Technology:

Works on topics like astronomy, solar system, exploration of new things in space, etc.

Science: 

Discusses space service programs to better understand the structure of space, the evolution of space, the current state of space, etc.

Human exploration and operations: 

Research is being done on some of the planets in space that have life, how it is possible to send people into space.

Projects of some space missions done by NASA:

NASA has launched many projects to send people into space.  They are as follows ...  
  • X15 Rocket Plane (1959-1968) 
  • Project Mercury (1959-1963)
  • Project Gemini (1961-1966)
  • Project Applo (1961-1972)

Project Applo:

There were many more projects in Project Applo.  Such as- Applo 11, Applo 1, Applo 13 etc.  Applo 1 and Applo 13 These projects failed.  However, the Aplo 11 is the world's first spacecraft that was able to carry people to the moon.  On July 16, 1969, NASA sent it into space for the first time.  On July 16, 1969, Applo 11 took three astronauts from the Kennedy Space Center in the United States.  This Applo 11 finally reaches the moon after an eight-day journey.  And the three astronauts who landed on the moon were Neil Armstrong, Michael Collins, and Barge Allerin.  Neil Armstrong and then Michael Collins put their first foot on the moon.  The total cost of NASA's completion of this project was estimated at ২০ 20 billion and more.  But at present its estimated cost is 205 billion dollars.

The current administrator of NASA: Jim Bridenstine (2018)

NASA headquarters: Washington DC, USA

NASA's next goal: NASA's next goal is to send people back to the moon in 2025.

Website : www.nasa.gov

                                                                  
Full form of NASA,NASA full form,nasa full form in english/bengali,nasa full form with details
Full form of NASA

NASA কি ? 

NASA হল আমেরিকার একটি মহাকাশ গবেষণা সংস্থা। NASA এর সদর দপ্তরটি অবস্থিত আমেরিকার ওয়াশিংটন, DC শহরে। পুরো আমেরিকা জুড়ে NASAর মোট ১০ টি গবেষণাগার কেন্দ্র আছে। NASA বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা, পৃথিবীর নানা স্থান পর্যবক্ষন, বিবর্তন, সৌরজগৎ প্রভৃতি বিষয়ে গবেষণা করে। তবে এইসব বিষয় নিয়ে গবেষণা করতে করতে মানুষের নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিসেরও আবিষ্কার তারা করেছে। সেগুলি হল নিম্নরূপ...
  • Emergency Blanket / জরুরী কম্বল 
  • Water Filter / জলের ফিল্টার 
  • EKG Machine / EKG মেশিন 
  • Memory Foam / মেমরি ফোম
  • Spectacle Lenses /চশমার  লেন্স  ইত্যাদি

নাসার কাজটি মূলত চারটি ভাগে বিভক্ত।  যেমন...


Aeronautics(বিমানচালনাবিদ্যা) :

NASA তার উন্নত বিমানগুলি প্রযুক্তি বাড়ানো এবং এইসব বিমান গুলো চালানোর প্রসেস  নিয়ে কাজ করে।

space Technology( মহাকাশ প্রযুক্তি): 

মহাকাশবিজ্ঞান, সৌরজগৎ, মহাকাশে নতুন বিষয়ের অনুসন্ধান, প্রভৃতি বিষয়গুলো নিয়ে কাজ করে।

Science(বিজ্ঞান) : 

মহাকাশের গঠন, মহাকাশের বিবর্তন, মহাকাশের বর্তমান পরিস্থিতি, ইত্যাদি বিষয়গুলো ভালভাবে বোঝার জন্য মহাকাশের পরিষেবা মূলক প্রোগ্রামগুলো নিয়ে আলোচনা করে।

Human exploration and operations ( মানব অনুসন্ধান এবং কার্যকালাপ ) :

 মহাকাশের কোন কোন গ্রহে প্রাণের অস্তিত্ব আছে, কিভাবে মানুষকে মহাকাশে পাঠানো সম্ভব, এইসব বিষয়গুলো নিয়ে গবেষনা মূলক কাজ করে।

নাসার দ্বারা করা কিছু মহাকাশ মিশনের Projects: 

NASA মহাকাশে মানুষ পাঠানোর জন্য অনেকগুলো Project Launched করেছেন। সেগুলি হল নিম্নরূপ...
  • X15 Rocket Plane (1959-1968) 
  • Project Mercury (1959-1963)
  • Project Gemini (1961-1966)
  • Project Applo (1961-1972)

Project Applo:

Project Applo এর মধ্যে আরো অনেকগুলো প্রজেক্ট ছিল। যেমন- Applo 11, Applo 1, Applo 13 ইত্যাদি। Applo 1 ও Applo 13 এই প্রজেক্টগুলো ব্যর্থ হয়ে যায়। তবে Applo 11 হল বিশ্বের প্রথম মহাকাশযান যেটি  চাঁদে মানুষ নিয়ে যেতে সক্ষম হয়েছিল। 1969 সালে 16 ই জুলাই NASA এটিকে প্রথম মহাকাশে পাঠায়। 1969 সালে 16 ই জুলাই Applo 11 আমেরিকার কেনেডিস স্পেস সেন্টার থেকে তিনজন মহাকাশচারীকে নিয়ে মহাকাশে পাড়ি দেয়। এই Applo 11 আট দিনের যাত্রার পর ফাইনালি চাঁদে গিয়ে পৌঁছায়। এবং যে তিনজন মহাকাশচারী চাঁদে পৌঁছেছিলেন তারা হলেন নীল আমস্ট্রং, মাইকেল কলিন্স, এবং বার্জ অলরিন। চাঁদের বুকে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং এবং তারপর মাইকেল কলিন্স। NASA র এই প্রজেক্টটি কমপ্লিট করতে মোট খরচ হয়েছিল আনুমানিক ২০ বিলিয়ন ডলারের ও বেশি। কিন্তু বর্তমানে এর আনুমানিক ব্যয় ২০৫ বিলিয়ন ডলার।

নাসার বর্তমান প্রশাসকঃ Jim Bridenstine (2018)

নাসার সদর দপ্তরঃ আমেরিকার ওয়াশিংটন ডিসি শহর

নাসার পরবর্তী লক্ষঃ  নাসার পরবর্তী লক্ষ্য হল 2025 সালে চাঁদে আবার মানুষ পাঠানো।



Website : www.nasa.gov 

Post a Comment

0 Comments